আলমগীর কবির, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে পৌর বি,এন,পির উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার ১ সেপ্টেম্বর সকাল ১১ টায় মাধবপুর পৌর শহরের বিএনপির দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মাধবপুর পৌর বিএনপির আহবায়ক আবুল বাশারের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন আল-রনির সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য রাখেন, পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ,, হাবিবুর রহমান মানিক হাজী ফিরোজ মিয়া, টিটু চৌধুরী , উপজেলা যুবদল নেতা মশিউর রহমান মুর্শেদ, যুবনেতা শেখ ইমন, জনি পাঠান, যুবনেতা ইমদাদুল হক সুজন, আফজাল পাঠান ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শেখ জাহান রনি, জুলহাস উদ্দিন রিংকু, যুবনেতা জসিম সিকদার প্রমুখ।
তাছাড়া আরও উপস্থিত ছিলেন সাংবাদিক রাজীব দেব রায়, সাংবাদিক হামিদুর রহমান, আলোচনা সভা শেষে দোয়া ও মিলাদ মাহফিলে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রূহের মাগফেরাত কামনাসহ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রোগমুক্তি কামনা করা হয়।