আলমগীর কবির মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জ মাধবপুরে সাত বছরের ৪/৫ জন শিশু মিলে স্টার জলসার অভিনয় করছিল। এমন সময় পুতুলা নামে এক শিশু ঘরের বৈদ্যূতিক পাখায় ওড়না
প্যাচিয়ে ফাঁসির অভিনয় দেখাতে গিয়ে পাখার সঙ্গে ওড়নাটি আটকে যায়। মূহুতের মধ্যে পুতুলার করুন মৃত্যু ঘটে।
পুতুলা মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের কালিকাপুর গ্রামের সায়েব আলীর মেয়ে। তার পিতা সায়েব আলী জানান, মঙ্গলবার ১ আগস্ট দুপুরে পুতুলা বেগম তার সমবয়সি খেলার সাথীদের নিয়ে সিনেমার অভিনয় করছিল। এমন সময় পুতুলা বেগম ফাঁসির দৃশ্য দেখাতে গিয়ে বৈদ্যূতিক পাখার সঙ্গে ওড়না জড়িয়ে যায়।
তার সঙ্গের শিশুরা চিৎকার শুরু করলে
পুতুলা কে দ্রুত ডাক্তারের কাছে নিয়ে গেলে কতৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। মাধবপুর থানার অফিসার ইনজচার্জ(ওসি)মোঃ
ইকবাল হোসেন জানান, ঘটনাটি খোঁজ খবর নিয়ে দেখা হচ্ছে।