সৈয়দ হাবিবুর রহমান ডিউক :শায়েস্তাগঞ্জ উপজেলায় এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে আউশ ধানের আবাদ হয়েছে। ক্ষেত থেকে ধান ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন উপজেলার কৃষকেরা।
শায়েস্তাগঞ্জে কখনো রোদ কখনো বা বৃষ্টি উপেক্ষা করেই আউশ ধান কাটা শুরু হয়েছে। এবার ধানের দাম ভাল থাকায় কৃষকের মুখে ফসলের হাসি দেখা গেছে। কিন্তু বৈরী আবহাওয়ায় পাকা ধান কিভাবে ঘরে তুলবেন সেজন্য অনেকেই বেশ চিন্তিত।এক টানা বৃষ্টির কারণে ফসলী জমিতে পানি জমে থাকায় ধান কাটতে কৃষকের সমস্যা হচ্ছে, ফলে তারা ধান গাছের খড়ের অংশ বাদ দিয়ে শুধু ধানের ছড়া কেটে জমাট করে বাড়ি নিয়ে ফিরছেন।
অন্যদিকে, শায়েস্তাগঞ্জে বিভিন্ন ইন্ডাষ্ট্রি গড়ে উঠার সুবাধে যারা ধান কেটে জীবীকা নির্বাহ করতেন তারা অধিকাংশই এখন চাকুরী করেন, ফলে ধান কাটার লোক সংকটে অনেকেই সঠিক সময়ে ধান গড়ে তুলতে পারছেন না। আবার, স্তানীয় যারা ধান কাটছেন তারা অতিরিক্ত মজুরী নিচ্ছেন। এক একর ধান কাটার জন্য দুই হাজার টাকা করে দিতে হয়। সেই ধান আবার জমির মালিককেই গাড়ি বহন করে বাড়িতে নিয়ে মাড়াই দিতে হয়।
যেসব কৃষকদের গরু আছে, তারা গরু দিয়ে মাড়াই করে ধান সংগ্রহ করেন। আবার যাদের গরুর প্রধান খাদ্য খড়ের তেমন প্রয়োজন পড়েনা তারা ধান কাটার মেশিন দিয়ে ধান সংগ্রহ করেন।
উপজেলা কৃষি কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি বর্ষা মৌসুমে উপজেলায় ৩ হাজার ৫শ’ হেক্টর জমিতে আউশ ধান আবাদের লক্ষ্যমাত্রা ছিল।
লক্ষ্যমাত্রা ছাড়িয়ে এ বছর ৪ হাজার ৬শ ১০ হেক্টর জমিতে বর্ষালী আউশ ধানের চাষ করেন কৃষকেরা। এর মধ্যে কৃষকেরা উপসি জাতের আউশ ৪হাজার ৪শ ৯০ হেক্টর এবং হাইব্রিড জাতের ১শ ২০ হেক্টর ধান চাষ করেছে।
উপজেলার সুরাবই গ্রামের কৃষক ফরিদ হোসেন বলেন, সরকারি প্রণোদনা আউশ চাষে কৃষকদের উৎসাহিত করেছে। উপজেলা কৃষি অফিসের মাধ্যমে বীজ সহায়তা দেওয়া এ বছর আমাদের প্রতিবেশী অনেকেই আউশ ধান চাষ করেছে। কৃষি কর্মকর্তাদের পরামর্শ নিয়ে সময় মত জমি পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ করায় অন্য বছরের তুলনায় ভালো ফলন পেয়েছে তারা।
পুরাসুন্দা গ্রামের কৃষক বেলাল মিয়া বলেন, গত দুই সপ্তাহ আগে ধান কাটা শুরু হয়েছে। বৃষ্টির কারণে মাড়াইয়ে কিছুটা সমস্যা হচ্ছে। বাজারে ধানের দাম ভালো। অন্য ধানের চেয়ে বর্ষালী আউশ আবাদে লাভ বেশি।
লাভ বেশি হওয়ায় আগামী মৌসুমে আরও বেশি জমিতে আউশ আবাদ করবেন বলে জানান তারা ।
এ বিষয়ে শায়েস্তাগঞ্জ উপজেলার দ্বায়িত্বপ্রাপ্ত হবিগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা সুকান্ত ধর বলেন, বলেন,
শায়েস্তাগঞ্জ উপজেলায় আউশ আবাদ জমির পরিমাণ-১৩৫০ হেক্টর। এবার আমাদের উৎপাদন লক্ষ্যমাত্রা -৪৫০০ টন (সম্ভাব্য) ৩.৫ টন/হেক্টর।আসন্ন আমন আবাদের টার্গেট ২০০০ হেক্টর।
বর্তমানে আউশ কর্তন ৭৫℅ শেষ। ধানের বাজার মূল্য ৬৫০ টাকা/মণ (ভেজা) ৯৫০ টাকা/মণ (শুকনো) ।
আউশ আবাদে খরচ তুলনামূলক কম,তাই লাভ বেশী। সরকারি প্রণোদনা পাওয়ার কারণে কৃষকেরা আউশ ধান চাষে আগ্রহী হয়ে উঠেছেন। আবহাওয়া অনুকূলে থাকায় এবার ফলন বেশ ভালো হয়েছে। এবছর ধানের দাম বেশি পাওয়ায় আগামীতে এ ধানের আবাদ আরও বাড়বে।