এফ এম খন্দকার মায়া,চুনারুঘাটঃ হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় চুনারুঘাট পৌরসভা থেকে গাজীগঞ্জ,সুন্দরপুর ভায়া সাটিয়াজুরী ঢাকা সিলেট পুরাতন মহাসড়ক সংযুক্ত প্রধান রাস্তাটি প্রায় এক বছর সময় ধরে কাজ চললেও মধ্যে করোনাভাইরাসে থেমে যাওয়া অবস্থায় রাস্তা পাকা করণের কাজটি এখন হয়ে উঠেছে ৩টি ইউনিয়নের জনগণের চরম দুর্ভোগের পথ। এতে চরম দুর্ভোগে পড়েছেন শতশত মহল্লাবাসী।প্রতিদিন এ রাস্তা দিয়ে শত কষ্টের মাঝেও এলাকাবাসীদের যাতায়াত করতে হচ্ছে।
এ রাস্তা দিয়ে প্রতিদিন হাজারো মানুষের যাতায়াত করতে হয়। তাছাড়া চিকিৎসা থেকে শুরু করে সরকারি বেসরকারি সকল সেবা পেতে এলাকাবাসী কে এই রাস্তা দিয়ে ছুঁটে আসতে হয় প্রতিনিয়ত।
রাস্তার আশেপাশের মাঠ থেকে ধানসহ অন্যান্য ফসল বাড়িতে নিয়ে আসা ও অন্যান্য গুরুত্বপূন নিত্যপ্রয়োজনীয় কাজের জন্য গ্রামবাসীর চলাচলের একমাত্র ভরসা এই গ্রামীণ রাস্তাটি।আর দীর্ঘদিন যাবত রাস্তাটির কাজ শেষ না হওয়ার কারণে জমি থেকে ধান আনাসহ এই রাস্তা দিয়ে চলাচল করতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এ এলাকাবাসীকে।
এ বিষয়ে স্থানীয়রা জানান, ঠিকাদারের অবহেলা আর গাফলতির কারনে বছরেরও বেশি সময়ে পার হয়ে যাচ্ছে,আর করোনাভাইরাস আসাতে তো সেটা এখন চরমে পৌঁছে গেছে।আমরা চাই সামাজিক দুরত্ব বজায় রেখে হলেও রাস্তার কাজ শেষ করা হোক।তারা আরও বলেন, সংশ্লিষ্টেদের সাথে একাধিকবার যোগাযোগ করার পর ও রাস্তাটির কাজের গতি বাড়ছে না।রাস্তাটিতে কংক্রিট সহ উপকরণ পালানো হয়েছে এবং ভালো ভাবে রুলার না করার কারণে এযাবত রাস্তা দিয়ে হাঁটতে অনেক কষ্ট হচ্ছে।এলাকাবাসীদের দাবি দ্রুত যেন এ রাস্তাটির কাজ শেষ করা হয়।
এ বিষয়ে জানতে যোগাযোগ করলে ঠিকাদার কে পাওয়া যায় নি।তবে ঠিকাদারের সাইট ম্যানেজার হারুন মিয়া’র সাথে কথা বললে তিনি জানান যে আমরা যথারীতি কাজ করার চেষ্টা করছিলাম।কিন্তু করোনাভাইরাস আসায় কাজটি স্থগিত করা হয়।বর্তমান রাস্তার বেহাল অবস্থা সেটি কভে শেষ হবে বা কাজ শুরু হবে আমি নিশ্চিত তথ্য দিতে পারবো না ।