রুয়েল আহাম্মেদ রুবেল,মাধবপুর থেকে: মাধবপুর উপজেলার ৫নং আন্দিউড়া ইউনিয়নের হরিশ্যামা গ্রামের নুরুল ইসলামের মেয়ে মোছাঃ রুজিনা আক্তার। বয়স মাত্র ১০ বছর। যে বয়সে বই খাতা নিয়ে স্কুলে যাওয়ার কথা ছিল কিন্তু সেই বয়সে অসুস্থ্য হয়ে ঘরের মধ্যে বন্ধি জীবন কাটাতে হচ্ছে তার। বাবা নুরুল ইসলাম চিকিৎসা করাতে করাতে এখন আর সম্ভব হচ্ছে না আর কিছু করার। কিন্তু রুজিনা আক্তার সবার মত করে বাঁচতে চায়, স্কুলে যেতে চায়,খেলাধুল করতে চায়।
২ মাস আগে রুজিনা আক্তারকে ঢাকা পিজি হাসপাতালে চেকআপ করার পর ডাক্তারের রিপোর্টে তার ব্লাড কেন্সার ধরা পরে। এর অনেক আগ থেকে রুজিনা আক্তার অনেক কষ্ট করে জীবন পার করছেন। দুই মাস পর ব্লাড “সোসাইটি হবিগঞ্জ” মাধবপুর উপজেলা শাখার সদস্যরা তাকে রক্ত দিলে ডাক্তাররা তাকে তারাতারি ঢাকায় নিয়ে চিকিৎসা করাতে বলেন। কিন্তু তার বাবার দ্বারা চিকিৎসার এত টাকা সংগ্রহ করা সম্ভব না। তাই সে উপজেলার ধন্যাট্ট, সমাজ সেবক এবং বরন্য মানুষের কাছে হাত বাড়িয়েছেন। সবার কাছে সহযোগীতার হাত বাড়িয়েছেন।
এ ব্যাপারে “ব্লাড সোসাইটি হবিগঞ্জ” এর মাধবপুর উপজেলা শাখার সভাপতি দৈনিক শায়েস্তাগঞ্জ এর কাছে আবেদন করেন যেন এই খবরটা সবার মধ্যে দেওয়া যায়।
যোগাযোগ :
নুরুল ইসলাম (রুগির পিতা)
01748241506 (বিকাশ)