এফ এম খন্দকার মায়া,চুনারুঘাট থেকে : হবিগঞ্জ জেলা চুনারুঘাট উপজেলার ৫ নং শানখলা বাজারে বেজাল স্যার,কীটনাশক প্রতিরোধে উপজেলা প্রশাসনের অভিযান পরিচালনা করা হয়।
(২ সেপ্টেম্বর)রাতে উপজেলা নির্বাহী অফিসার সত্যজিত রায় দাশ নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চন্দ্র পাল অভিযান পরিচালনা করেন।
জানা যায় চুনারুঘাট উপজেলার ৫ নং শানখলা ইউনিয়নে শানখলা বাজারে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ সার এবং কীটনাশক রাখা, বিপুল পরিমান কীটনাশকের খালি বোতল, মিশ্র সারের খালি বস্তা, ভেজাল আগাছানাশক, চিকন দানা ইউরিয়া রাখা সহ সার কীটনাশকে পাথর মিশ্রিত করে বিক্রি করতো।গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন দ্রুত অভিযান পরিচালনা করে হাতেনাতে বেজাল ব্যবসায়ি কে আটক করেন।এ সময়ে সারের খুচরা বিক্রেতা মোঃ জামাল মিয়াকে নগদ ৫০,০০০/- টাকা জরিমানা আদায় ও মালামাল জব্দ করা হয়।
এ সময়ে উপজেলা প্রশাসন কতৃপক্ষ কঠোর হুশিয়ারি দেন।এবং এই সকল অপরাধ ও অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান।