নিজস্ব প্রতিবেদক : শায়েস্তাগঞ্জে ভোক্তা অধিকার আইনে অভিযান পরিচালনা ও জরিমানা করা হয়েছে।
বৃহস্প্রতিবার (৩ সেপ্টেম্বর) দিনব্যাপী জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এর সার্বিক নির্দেশনায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, হবিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা এ অভিযান পরিচালনা করেন।
এসময় শায়েস্তাগঞ্জ উপজেলার পুরান বাজার এলাকায় এলাকায় তদারকি অভিযান পরিচালিত হয় ।
অভিযানে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয়ের জন্য সেন্ট্রাল ফার্মেসী কে ৬,০০০/- , অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি তৈরির জন্য জয় দুর্গা মিষ্টান্ন ভান্ডারকে ৩,০০০/-, মুল্য তালিকা না থাকায় সুজন ট্রেডার্স কে ২,০০০/-, মেসার্স রিপন স্টোর কে ২,০০০/- টাকা জরিমানা করা হয় ।
কাঁচাবাজার ও মাছবাজারের সকল ব্যবসায়ীকে ডিজিটাল পাল্লা ব্যবহারের জন্য নির্দেশনা দেয়া হয় ।
জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে।