নিজস্ব প্রতিবেদক : শায়েস্তাগঞ্জে মিরানশাহ রহঃ হিফজুল কোরআন মাদ্রাসার নব নির্মিত ভবনের শুভ উদ্ভোধন করা হয়েছে।
আজ শুক্রবার বিকাল ৫ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্ভোধন করেন হবিগঞ্জের সাংসদ এডভোকেট মো, আবু জাহির এমপি। পরে অত্র মাদ্রাসার মাঠ প্রাংগণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় মোহাম্মদ কিতাব আলী শাহিনের সঞ্চালনায় ও মাদ্রাসার ভবন নির্মাণ কমিটির সভাপতি মো,জালাল উদ্দিন রুমির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জের সাংসদ এডভোকেট মো,আবু জাহির এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ উপজেলার চেয়ারম্যান আব্দুর রশীদ তালুকদার ইকবাল, শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র মো, ছালেক মিয়া,শেখ মুজিবুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দল ও অংঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য অত্র মাদ্রাসাটি মরহুমা ফিরোজা বারির দান কৃত ৬ শতক জায়গার উপরে নির্মিত।