রুয়েল আহাম্মেদ রুবেল, মাধবপুর থেকে : মাধবপুর উপজেলায় বিভিন্ন স্থানে হাইব্রিট টমেটোর চাষ করে লাভবান টমেটো চাষীরা। উপজেলার জগদীশপুর ইউনিয়নের বেজুড়া গ্রামে প্রায় ১০ একর যায়গা জোরে চাষ করা হয়েছে হাইব্রিট জাতের কলম টমেটো চারা। খুবই উচ্চ ফলনশীল এই টমেটো চারা ২ থেকে ৩ মাসের ভিতর ফল দিয়ে থাকে। অন্যান্য চারার যত্নের তুলনায় একটু বেশি করা হলেও ফলন এবং অর্থের দিখে অনেক লাভবান হওয়া যায়।
টমোটো চাষী মোঃ আশরাফ উদ্দীন এর সাথে কথা হলে তিনি আমাদের বলেন আমি উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে পরামর্শ নিয়ে টমেটোর চাষ করেছি। বর্তমানে আমি যে টমেটোর আবাদ করেছি সেটি অনেক কষ্টসাধ্য হলেও বর্তমানে এর চাহিদা অনেক বেশি। গত ১ মাস যাবৎ আমার জমি থেকে প্রায় ১০০ থেকে ১৫০ মন টমেটো আমি বিক্র করেছি। যার পাইকারি মুল্য ৬৫ থেকে ৭০ টাকা কেজি আর খূচরা বাজার মূল্য ৯০ থেকে ১০০ টাকা পর্যন্ত। আমি আগামী আরো ১ থেকে ২ মাস যাবৎ আমার জমি থেকে টমেটো বিক্রি করতে পারব।
তিনি আরো বলেন সাধারণত শীতের মৌসুমে এই টমেটো চাষ বেশি হয়। বিকল্প পদ্ধতিতে চাষ করে এর আরো অনেক আগেই টমেটো চাষে সফল হয়েছি। নিজের এলাকার চাহিদা মিটিয়ে অন্যান্য এলাকায় ও বিক্রি করছি। অসময়ের সবজী বলে এর দাম এবং চাহিদা দুইটাই বেশি। বাজারে এর নেয্য দাম পেয়ে আমি সহ আমার সহ কর্মীরা সবাই খুশি।