আলমগীর কবির,মাধবপুর(হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে গলায় ফাঁস দিয়ে আঃ জাহের মিয়া (৬৫) নামে এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন।
রোববার (৬সেপ্টেম্বর)গভীর রাতে উপজেলার চৌমুহনী ইউনিয়নের আরিছপুর(বারুইপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, পারিবারিক কলহের কারণে আঃ জাহের মিয়া রোববার গভীর রাতে বাড়ির পাশে একটি আকাশের গাছের ডালের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। সে উপজেলার আরিছপুর(বারুইপাড়া)গ্রামের মৃত আঃ শুক্কুরের ছেলে।
খবর পেয়ে কাসিমনগর পুলিশ ফাঁড়ির এসআই আতিকুর রহমান সোমবার(৭ সেপ্টেম্বর) ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে মর্গে পাঠান। কাসিমনগর পুলিশ ফাঁড়ির এসআই আতিকুর রহমান জানান,লাশ ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠিয়েছি। বৃদ্ধের আত্নহত্যার কারণ অনুসন্ধান করা হচ্ছে। তবে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে পারিবারিক ঝামেলার কারণে আত্নহত্যা করেছে। তবে আমরা তদন্ত করছি বিস্তারিত এখনই বলা সম্ভবনা।
মাধবপুর থানার পরিদর্শক ( তদন্ত) গোলাম দস্তগীর সত্যতা নিশ্চিত করেছেন।