আলমগীর কবির,মাধবপুর থেকে : হবিগঞ্জের মাধবপুরে ১ মাদক ব্যবসায়ীকে ৬ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাশনূভা নাশতারান এ রায় প্রদান করে।
কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই মোরশেদ আলম ও এএসআই গোলাম মোস্তফার নেতৃত্বে একদল পুলিশ ধর্মঘর ইউপিস্ত খাল গুদামের রাস্তার উপর থেকে অভিযান চালিয়ে ২(দুই) কেজি গাঁজাসহ ইউসুফ আলী ( ৩০) পিতা মৃত হাবিবুর রহমান, গ্রাম চক রাজেন্দ্রপুর, থানা মাধবপুর, জেলা হবিগঞ্জ কে আটক করে।
পরে উপজেলা নির্বাহি কর্মকর্তা ওএক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাশনূভা নাশতারাণ ভ্রাম্যমান আদালত বসিয়ে ৬ মাসের কারাদন্ড প্রদান করেন।
কবির/দৈনিক শায়েস্তাগঞ্জ/টিটু