রুয়েল আহাম্মেদ রুবেল,মাধবপুর থেকে : হবিগঞ্জের মাধবপুর উপজেলার ৫নং আন্দিউড়া এবং ৬নং শাহজাহানপুর ইউনিয়নের যোগাযোগের রাস্তাটি বন্যার পানিতে ভেঙ্গে গিয়ে বিশাল গর্তে পরিণত হয়ে ব্যবহারে অনুপযোগী হয়ে পড়েছে। এতে ভোগান্তির শিকার দুই এলাকার জনগনের।
উপজেলার দুই ইউনিয়নের জনগন খুবই অল্প সময়ে এই রাস্তাটি দিয়ে এক যায়গা থেকে অন্য যায়গায় যাতায়েত করতে পাড়ত। বন্যার পানিতে রাস্তার অনেকটা যায়গা বিশাল গর্ত সহ রাস্তার অনেক ভিন্ন ভিন্ন যায়গা ভেঙ্গে গিয়ে চলাচলের একেবারেই অযোগ্য হয়ে পড়েছে। এলাকার মানুষের অনেক যায়গা ঘুড়িয়ে আন্দিউড়া থেকে নোয়াহাটি, তেলিয়াপাড়া, তেমুনিয়া এলাকায় যেতে হয়। এতে করে সময় এবং খরচ দুইটাই বেশি লাগে।
স্থানীয় জনগনের মধ্য জামাল খাঁন বলেন আমাদের এই রাস্তাটি আগে অনেক সুন্দর ছিল। বন্যার পানি এসে রাস্তাটিকে একেবারে ব্যাবহার করার অনুপযোগী করে দিয়েছে। এতে করে আমাদের এলাকার মানুষ সহ বিপরীত এলাকার মানুষের যাতায়েতে অনেক অসুবিধা হয়।
স্বচ্ছাসেবী শেখ ইমন আহাম্মেদ বলেন এই রাস্তাটা দিয়ে দুই ইউনিয়নের অনেক মানুষ যাতায়েত করত। সিএনজি,মটরসাইকেল,রিকসা সহ অনেক গাড়ি চলাচল করত। আমরা সহজে কয়েক মিনিটের মধ্য এক এলাকা থেকে অন্য এলাকায় পৌচাতে পাড়তাম। কিন্তু রাস্তার এ অবস্তার কারণে খুবই কষ্টে যাতায়েত করতে হয় এলাকাবাসির।
জামাল খান, ইমন আহাম্মেদ সহ স্থানীয় লোকদের আরো অনেকে দুই ইউনিয়ন বাসির কথা চিন্তা করে প্রশাসনের কাছে এই রাস্তা সংষ্কাররে দাবি যানিয়েছে।