নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জে ভোক্তা অধিকার আইনে অভিযান পরিচালনা ও জরিমানা করা হয়েছে।
বৃহস্প্রতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে হবিগঞ্জের চৌধুরী বাজার এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব)এর সার্বিক নির্দেশনায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, হবিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা এ অভিযান পরিচালনা করেন।
মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি করার অপরাধে মেসার্স আনজুম স্টোর কে ৮০০০ টাকা, মেসার্স দুলাল বণিক স্টোরকে ৬০০০ টাকা, সেম্পল ঔষধ বিক্রি করার জন্য শাহজালাল ফার্মেসি ৫০০০ টাকা, বাচ্চাদের খাবারের প্যাকেটের ভিতরে খেলনাসহ বিক্রি করার জন্য মেসার্স জীবন বণিক স্টোর কে ৫০০০ টাকা, মূল্যতালিকা না টাঙ্গানোর জন্য মেসার্স গৌর ভান্ডারকে ১০০০ টাকা,এবং দেবেন্দ্র শুটকির দোকান কে ১ কেজি ওজনের বাটখারায় ৩০ গ্রাম ওজন কম থাকায় ৫০০ টাকা সহ মোট ছয়টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয় ।
অভিযান চালিয়ে ৬ টি প্রতিষ্ঠানকে মোট ২৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয় ।
এসময় জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর, হবিগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা জনাব দেবানন্দ সিনহা, চৌধুরী বাজার এলাকার নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজার মূল্য যাচাই করেন এবং দৃশ্যমান স্থানে মূল্য তালিকা টাঙিয়ে রাখা এবং মাছ বাজার, শুটকি বাজার ও সবজি বাজারের ব্যবসায়ীদের ডিজিটাল পাল্লা ব্যবহার করার জন্য নির্দেশ প্রদান করেন ।
অভিযানে সহযোগিতা করেন হবিগঞ্জ চৌধুরীবাজার পুলিশ ফাড়ির এ এস আই আবুল কালামসহ এক দল পুলিশ ।
জনস্বার্থে এই অভিযান চলমান থাকবে বলে তিনি জানান ।