নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের আজমিরীগঞ্জের শিবপাশায় পানিতে পরে মোছাঃ শামীমা আক্তার নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ২’ঘটিকার সময় ইউনিয়নের হুকুড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মোছাঃ শামীমা আক্তার ইউনিয়নের হুকুড়া গ্রামের মোঃ নজরুল মিয়ার মেয়ে।
পিতা নজরুল মিয়া ও স্থানীয় সূত্রে জানা যায়, শামীমা ফুট ফুটে একটা মেয়ে ছিল। সে বাড়িতে খেলা করছিল হঠাৎ শামীমাকে খুজে পাচ্ছিল না। পরিবারের ও স্থানীয় লোকজন চারদিকে খুঁজাখুঁজি পর, হঠাৎ দেখতে পায় পানিতে বাসছে শামীমার মৃত লাশ।