আলমগীর কবির, মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জে মাধবপুরে সায়হাম গ্রুপের ২ হাজার দরিদ্র সনাতন ধর্মালম্বী পরিবারে মাঝে উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।
১৭ সেপ্টেম্বর সকালে মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে এসব উপহার সামগ্রী বিতরন করা হয়। ১১ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ২ হাজার দরিদ্র সনাতন ধর্মালম্বী পরিবারে মাঝে উপহার সামগ্রী দেয়া হয়। এ সময় সায়হাম গ্রুপের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সাল জানান ,আজীবন মানবতার কল্যাণে কাজ করে যাবো জাতি ধর্ম নির্বিশেষে, অতীতে জনগণের পাশ থেকে সহযোগিতার হাত বাড়িয়ে ছিলাম, বর্তমানে আছি ও ভবিষ্যতে থাকবো।।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্তিত ছিলেন মাধবপুর উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, সমাজসেবক হাবিবুর রহমান মানিক, প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি, সাবেক কাউন্সিলর সুরঞ্জন পাল, শিক্ষক প্রমোদ মালাকার, শিক্ষক বিজয় ভট্টাচার্য, নগেন্দ্র ঋষি, ডাক্তার কেশব রায়, মাধবপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর কবির,রিপন মিয়া, ইমন খান, সমাজসেবক মশিউর রহমান,সাংবাদিক শেখ জাহান রনি, প্রখুখ।