হবিগঞ্জ প্রতিনিধি: সিলেট বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান এনডিসি বলেন, সরকার শিক্ষার ক্ষেত্রে বহুমুখী প্রদক্ষেপ গ্রহণ করেছে, করোনা মহামারীর সময় ছেলে মেয়েরা যাতে তাদের নিয়মিত পাঠদান অব্যাহত রাখতে পারে সে লক্ষ্যে ডিজিটাল ক্লাস রুমের মাধ্যমে পাঠদানের ব্যবস্থা করেছে।
হবিগঞ্জ জেলার শিক্ষার মান উন্নয়নে সকল শ্রেণি পেশার লোকজনের আরো সহযোগীতা প্রয়োজন।
তিনি আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘আলোর সন্ধানে শিক্ষা ফাউন্ডেশনের’ উদ্যেগে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে এ কথা বলেন।
জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ, সাবেক পৌর মেয়র শহীদ উদ্দিন চৌধুরী।
অনুষ্ঠান পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক মর্জিনা আক্তার।
এসময় গরীব ও মেধাবী বিভিন্ন স্কুল, কলেজ, বিশব্বিদ্যালয়ের ২৮২ জন ছাত্র/ছাত্রদের মাঝে ৭ লাখ ৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানের পূর্বে তিনি জেলা প্রশাসকের নীচতলায় বঙ্গবন্ধু মুরাল ও মুজিব কর্ণারের শুভ উদ্বোধন করেন।