নিজস্ব প্রতিবেদক ॥ হবিগঞ্জ আন্তঃজেলা, ডাকাতি ও ছিনতাইকারী দলের সক্রিয় অন্যতম সদস্য আশিকুর রহমান (৪২) কে গ্রেফতার করেছে হবিগঞ্জ সদর থানা পুলিশ।
গতকাল মধ্যরাতে গোপণ সংবাদের ভিত্তিতে পৌর এলাকার নাতিরাবাদ এলাকায় হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুক আলীর নেতৃত্বে এসআই আব্দুর রহিম ও এসআই জুয়েলসহ একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। আটককৃত আশিকুর পৌর এলাকার নাতিরাবাদ এলাকার বাচ্চু মিয়া পুত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আশিকুর রহমান বিভাগীয় আন্তঃজেলা ছিনতাইকারী দলের অন্যতম চিহ্নিত সক্রিয প্রধান সদস্য। তাঁর বিরুদ্ধে অনেক মামলা রয়েছে।
এ ব্যাপারে হবিগঞ্জ সদর থানার ওসি মাসুক আলী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আশিকুর রহমান একজন চিহ্নিত সক্রিয় ছিনতাই ও ডাকাতি দলের সক্রিয় সদস্য । ইতিপূর্বে একাধিক বার তাকে গ্রেফতার করা হয়েছিল।