সংবাদদাতা : শায়েস্তাগঞ্জের নতুন ব্রিজ এলাকায় ছিনতাইকারীদের হামলার দুই ব্যবসায়ী রক্তাক্ত হয়েছে। এ সময় ছিনতাইকারীরা তাদের কাছ থেকে প্রায় লক্ষাধিক টাকা ছিনিয়ে নিয়ে যায়। গুরুতর আহত ব্যবসায়ী শাহজাহান আহমেদ ও শামীম আহমেদকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের সূত্রে জানায়, শহরের শায়েস্তানগর এলাকার বাসিন্দা ফরিদ আহমেদ পুত্র উচাইল মার্কেটের ওয়ার্কশপের ব্যবসায়ী শাহজাহান আহমেদ ও তার সহপাটি জেলা টমটম মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক একই এলাকার মর্তুজ আলীর পুত্র শামীম আহমেদ গতকাল দুপুরে চুনারুঘাট শ্রীকুটা মাজার গেইট সংলগ্ন বাজার থেকে পাওনা টাকা উত্তোলনের জন্য যান।
বিকেলে ৫ টার দিকে হবিগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা দিয়ে শায়েস্তাগঞ্জ নুতন ব্রিজ এলাকার মেইন গেইটে পৌছলে পূর্ব থেকে কয়েকটি মোটর সাইকেল নিয়ে উৎপেতে থাকা একদল মুখোশধারী ছিনতাইকারী তাদের মোটর সাইকেলের গতিরোধ করে তাদের বেধড়ক মারপিট করে। এসময় দূর্বৃত্তরা ব্যবসায়ী শাহজাহানের মাথায় চুরি দিয়ে আঘাত করে তার কাছে থাকার নগদ ৭২ হাজার টাকা, মোবাইল ফোনসহ লক্ষাধিক টাকা মালামাল ছিনিয়ে নিয়ে যায়।
এ ব্যাপারে চুনারুঘাট থানার ওসির সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এ বিষয়টি সর্ম্পকে আমি অবগত নই। এ ব্যাপারে কেউ আমার কাছে অভিযোগ দেয়নি।