নিজস্ব প্রতিবেদক : আহলে সুন্নাত ওয়াল জামাত নেতা মুফতি আলাউদ্দিন জিহাদীর মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মাধবপুরে মানববন্ধন এবং সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল হয়েছে।
বৃহস্পতিবার সকালে আহলে সুন্নাত ওয়াল জামাতের মাধবপুর ও বিজয়নগর উপজেলা শাখার আয়োজনে মাধবপুর পরিষদের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে মানববন্ধন ও সড়ক অবরোধ করে।
খান্দুরা দরবার শরিফের পীরজাদা সৈয়দ জুবায়ের কামাল ও গুনিয়াউক দরবার শরিফের পীরজাদা সৈয়দ আবদুল আউয়াল বুলবুল চিশতী ও ইসলামপুর দরবার শরিফের পীরজাদা ফয়সাল মাহমুদের নেতৃত্বে আহলে সুন্নাত ওয়াল জামাতের ভক্ত অনুসারীরা মিছিল করে মানববন্ধনে অংশ নেন।
পরে উপজেলা পরিষদের পাশে ঢাকা-সিলেট মহাসড়কে তারা অবস্থান নিয়ে মুফতি আলাউদ্দিন জিহাদীর ওপর থেকে মামলা প্রত্যাহার এবং মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলসহ সড়ক অবরোধ করেন।