নিজস্ব প্রতিবেদক :ঢাকা-সিলেট মহাসড়কের সুতাংয়ে একটি বালুবোঝাই ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে।
জানা যায়, আজ সোমবার সকাল ১০ টায় দ্রুতগতির ট্রাক্টর সুতাং য়ের কাছাকাছি এলে ব্রেকফেল হয়ে বিদ্যুৎ এর খুটির সাথে ধাক্কা লেগে খালে গিয়ে পড়েছে। ফলে ৩৩ হাজার কেভির বিদ্যুৎ এর খুটির লাইন সাথে সাথে বন্ধ হয়ে যায়, নাহলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত।
এসময় ট্রাক্টরের চালক শায়েস্তাগঞ্জ এর উজ্জল মিয়া (২৫) কিছুটা আহত হয়েছেন। খোজ নিয়ে জানা গেছে গাড়িটির মালিক শায়েস্তাগঞ্জ এর সুদিয়াখলা গ্রামের মুছা মিয়া। এ খবর পেয়ে ঘটনাস্থলে এসেছেন শাহজীবাজার বিদ্যুৎ উন্নয়ন এর টেকনিশিয়ান মো, মিজানুর রহমান।
এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন ( তদন্ত) বলেন, ঢাকা সিলেট মহাসড়কে ট্রাক্টর চলাচল নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কিভাবে সড়কে এসে দুর্ঘটনা ঘটাল, আমি বিষয়টি দেখতেছি।