সৈয়দ হাবিবুর রহমান ডিউক : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের হবিগঞ্জের হট নিউজ নামে একটি পেইজে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন ইস্যু নিয়ে পুরো শায়েস্তাগঞ্জ বাসীকে জড়িয়ে অশ্লীল ভাষায় কটুক্তি করা হয়েছে। গত একদিন আগে এই পেইজ থেকে মনগড়া ভাষায় একটি পোষ্ট ছড়ানো হয়, যা অত্যন্ত মানহানিকর ।
পোষ্টটি পাবলিশড করার পর থেকে অনেকেই এই পেইজের এডমিনের নাম ঠিকানা খোজতে শুরু করেন। কোনভাবেই এডমিনের কোন খোজ বের করতে না পারায় গতকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্টটির স্ক্রিনশর্ট দিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আসছেন শায়েস্তাগঞ্জের সচেতনমহল ।
এ বিষয়ে শায়েস্তাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান রাসেল জানান, ফেইসবুক একটি সামাজিক যোগাযোগের মাধ্যম । কে বা কারা সম্প্রতি পুরো শায়েস্তাগঞ্জবাসীকে জড়িয়ে ভুইপোড় একটি পেইজ থেকে মানহানীকর প্রোপাগান্ডা ছড়িয়েছে আমি এ বিষয়টির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই, পাশাপাশি পেইজের এডমিনকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি দিতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।
এ বিষয়ে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত )আল মামুন জানান, আমি বিষয়টি শুনেছি হবিগঞ্জের হট নিউজ পেইজ থেকে যেহেতু বিভ্রান্তিকর পোষ্ট করা হয়েছে, তবে মনে হয় হবিগঞ্জ থেকে পোষ্ট করা হয়েছে। বিষয়টি হবিগঞ্জ সদর থানায় যোগাযোগ করলে ভাল হবে।
এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মো: মাসুক আলী বলেন, যে এলাকার মানক্ষুন্ন করা হয়েছে ওই এলাকার সংশ্লিষ্ট থানায় অভিযোগ জানাতে হবে, তাহলে তারা এ বিষয়ে ব্যবস্থা নিবেন।