চুনারুঘাট প্রতিনিধি : ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লি: চুনারুঘাট জোনাল অফিসের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালন করা হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে চুনারুঘাট উত্তর বাজারের লোনা নীড়স্থ ৩য় তলায় ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের অফিস আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সিনিয়র এম.ডি ও সিলেট বিভাগীয় প্রধান ফখরুল ইসলাম।
হবিগঞ্জ জেলার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো: আবুল কালামের সভাপতিত্বে ও চুনারুঘাট জোনের ভাইস প্রেসিডেন্ট ফারুক মিয়ার সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন- ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স চুনারুঘাট জোনাল অফিসের ফিল্ড অফিসার আকল মিয়া, বিশিষ্ট ফার্নিচার ব্যবসায়ী হাজী ওমর ফারুক, চুনারুঘাট জোনাল অফিসের ফিল্ড অফিসার আনোয়ারা বেগম, মিনারা খাতুন, সেলিনা আক্তার, সুমা আক্তার, রনি আক্তার, আয়মনা খাতুন, সহ বীমা গ্রাহক, কর্মী উপস্থিত ছিলেন।
সভা শেষে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষ্যে তাহার দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিল পরিচালনা করেন মাও: শাহিন মিয়া। মিলাদ শেষে উপস্থিত সকলের মাঝে তাবারুক বিতরণ করা হয়।