রুয়েল আহাম্মেদ রুবেল,মাধবপুর : “কৃষক বাঁচাও,দেশ বাঁচাও” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ কৃষকলীগকে তৃণমূল পর্যায়ে সু-সংগঠিত, কৃষক বান্ধব ও শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তোলার লক্ষে কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ২নং চৌমুহনী ইউনিয়নে কৃষকলীগের ওয়ার্ড কমিটি গঠন এবং বর্ধিত সভা অনুষ্টিত হয়েছে।
বুধবার বিকাল ৪টায় চৌমুহনী ইউনিয়ন পরিষদ হল রুমে চৌমুহনী ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মোঃ আব্দুল খালেকের সভাপতিত্বে উক্ত সভা অনুষ্টিত হয়। অনুষ্টান পরিচালনা করেন ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক মোঃ আয়ূব আলী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং চৌমুহনী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আপন মিয়া, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা কৃষকলীগের আহ্বায়ক মোঃ জামাল উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন আওয়ামীলীগ সভাপতি খালেক মিয়া, সাধারণ সম্পাদক আবু তাহের, উপজেলা আওয়ামীলীগ নেতা আজহার উদ্দিন ভূইয়া, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রশিদ মেম্বার, শিপন মিয়া, ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফরহাদ, উপজেলা কৃষক লীগ নেতা রাহুল দেবনাথ, মাধবপুর পৌর কৃষকলীগের আহবায়ক মোঃ সুজন পাঠান, যুগ্ম আহ্বায়ক শাহ মোঃ খলিল, রুবেল পাঠান, শাহজান,এমরান,জহির সহ উপজেলা ইউনিয়নের আরো অনেক নেতৃবৃন্ধ। বক্তাদের বক্তিতা শেষে কমিটি গঠন করা হয়।