নিজস্ব প্রতিবেদক : শায়েস্তাগঞ্জে এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার বিকাল ৩ টায় শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমী এন্ড হাইস্কুলের প্রাইমারী শাখার মাঠে ছেলেরা ক্রিকেট খেলছিল এসময় খাল থেকে বল আনাতে গিয়ে নবজাতকের লাশ দেখতে পায়।
এ সংবাদ ছড়িয়ে পড়লে মুহূর্তেই লোকজন ভিড় করতে থাকেন। পরে শায়েস্তাগঞ্জের জিয়ার খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আল- মামুন ( তদন্ত) বিষয়টি নিশ্চিত করে বলেন লাশটি উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য পাঠানো হয়েছে। তবে নবজাতকের কোন পরিচয় এখনো পাওয়া যায়নি।