সৈয়দ সালিক আহমেদ : “মুজিব বর্ষের অঙ্গীকার, সড়ক হবে সংস্কার’’ এই ম্লোগানকে সামনে রেখে এবং জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী যথাযত উদযাপনের লক্ষ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক অক্টোবর মাস ব্যাপি সকল সড়কে যানবাহন চলাচল উপযোগি রাখার নিমিত্তে ব্যাপক কর্মসুচী গ্রহণ করেছে। ১লা অক্টোবর ২০২০ সারাদেশে একযোগে এ কার্যক্রম শুরু করা হয়েছে।
তারই অংশ হিসেবে হবিগঞ্জে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বিভিন্ন কর্মসুচী গ্রহণ করেছে।
বৃহস্পতিবার (১লা অক্টোবর) সকাল ১১ঘঠিকায় হবিগঞ্জে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম শুরু করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিবার্হী প্রকৌশলী মোঃ আব্দুল বাছির, সিনিয়র সহকারী প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম, সহকারী প্রকৌশলী মিনারুল ইসলাম, ইঞ্জিনিয়ার মোঃ এমরান, মোঃ মোফাজ্জল হোসেন প্রমুখ।
এসময় নিবার্হী প্রকৌশলী জানান যে, হবিগঞ্জ জেলার ৯টি উপজেলায় ৮২৩জন মহিলা কমর্ী দ্বারা সড়কের মাঠির সোল্ডার মেরামত করা হবে। জেলার ২শত কিলোমিটিার সড়ক নিয়মিত রক্ষণাবেক্ষণের মাধ্যমে সংস্কার করা হবে। যাহা চলতি বছরে শেষ করা হবে।