নিজস্ব প্রতিবেদক: চুনারুঘাট উপজেলার গাজীগঞ্জ বাজার এলাকার খোয়াই নদীর বেরী বাঁধ থেকে গাছ কেটে নিয়ে পালিয়ে যাওয়ার সময় দুই চোরকে গাছ ও গাড়ীসহ আটক করেছে এলাকাবাসী।
আটককৃতরা হলো রাণীগাঁও ইউনিয়নের পাঁচারগাও গ্রামের তামশা মিয়ার ছেলে আলমগীর মিয়া (২০) ও আউয়াল মিয়ার ছেলে জিহাদ মিয়া (১৩)।
স্থানীয় সূত্রে পাওয়া খবরে বুধবার দিবাগত সাড়ে ১২ টার দিকে চুনারুঘাট -সাটিয়াজুরি রাস্তার চাটপাড়া ফাজিল মাদ্রাসার কাছে চালকবিহীন একটি ইজি বাইক (টমটম) দীর্ঘ সময় দাড়ানো অবস্থায় দেখতে পায় চাটপাড়া গ্রামবাসী।
এসময় চোর-ডাকাত সন্দেহে তারা গাড়িটিকে ফলো করতে থাকে।ফজরের পূর্বমুহুর্তে টমটমের কাছে দুইজন অপরিচিত লোক এলে তাদের নাম ঠিকানা এবং কি কাজে এসেছে জিজ্ঞাসা করলে তারা কোনো সঠিক উত্তর দিতে পারেনি।
এক পর্যায়ে তারা গাছ কাটার কথা স্বীকার করলে স্থানীয়রা তাদের আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে গতকাল সকাল সাড়ে ৭ টার দিকে এসআই সামিউলের নেতৃতে একদল পুলিশ ঘটনাস্থলে যান।
এসময় উপস্থিত জনতা ও পুলিশের সম্মুখে ধৃত চোর আলমগীর চাটপাড়া গ্রামের অমৃত মিয়ার ছেলে মিজান মিয়া (২৮) সহ ৮/১০ জনের একটি সংঘবদ্ধ চোরের দল তাদের সাথে ছিল বলে তারা স্বীকার করে।
তারা বলে পালিয়ে যাওয়া মিজান তাদেরকে এনেছে।
স্থানীয়রা জানান, ওই গ্রামের কয়েকজন মাতবরের ছত্রছায়ায় মিজান বেড়ে উঠেছে।মাতবররাই মিজানকে দিয়ে ওই এলাকায় গাছ চুরিসহ বিভিন্ন ধরনের অপরাধ সংঘটিত করে আসছে। উল্লেখিত দুই জন ছাড়া অন্যদের আটক করা সম্ভব হয়নি বলে জানান এলাকাবাসী।
পরে আটক দুইজনসহ কাটা ৪ টুকরা ম্যানজিয়াম ক্রস গাছের টুকরা ও টমটম উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে যায়।তবে থানায় নিয়ে আটক জিহাদকে ছেড়ে দেওয়া হয়।
এ ব্যপারে তদন্ত ওসি চম্পক দাম বলেন,আটককৃত গাছ ও টমটমের আলাদা সিজার লিস্ট করা হয়েছে। সিজার লিস্ট ও আসামী আলমগীরকে আদালতে প্রেরণ করা হবে এবং সে যাদের নাম বলেছে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।