নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ-নতুন ব্রীজ এলাকা থেকে অজ্ঞাত (৪০) নামের এক ব্যক্তি অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ৫ টা দিকে নতুন ব্রীজ এলাকায় সিলেটগামী মিতালি পরিবহন গাড়ি ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে নতুন ব্রীজ এলাকায় রেখে যায়।
পরে স্থানীয় স্বাধীন স্বেচ্ছা সেবক সমাজ কল্যাণ সংস্থার সভাপতি সাংবাদিক মোতাব্বির হোসেন কাজল তাকে দেখে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। ডাক্তার জানিয়েছেন বর্তমানে ওই ব্যক্তি শংকামুক্ত।
স্থানীয় লোকজনের ধারণা, হয়তো অজ্ঞান পার্টির কবলে পড়ে ওই ব্যক্তি জ্ঞান হারায়।