নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের চুনারুঘাটে গণধর্ষণের শিকার মা-মেয়ে আদালতে জবানবন্দি দিয়েছেন।
আজ সোমবার (৫ অক্টোবর) দুপুর ২টার দিকে হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সুলতান উদ্দিন প্রধানের আদালতে তারা ২২ ধারায় জবানবন্দি দেন।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও মামলার তদন্তকারী কর্মকর্তা চম্পক ধাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আরো জানান, ভিকটিম মা-মেয়ে আদালতে নারী ও শিশু নির্যাতন আইনের ২২ ধারায় জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে তারা ঘটনার লোমহর্ষক বর্ণনা দিয়েছেন।
উল্লেখ্য, গত শুক্রবার ভোরে একদল দুর্বৃত্ত চুনারুঘাট উপজেলার রানীগাঁও ইউনিয়নের গরিবছড়া এলাকায় ভিকটিমদের বাড়িতে গিয়ে মুখে কাপড় বেঁধে গণধর্ষণ করে পালিয়ে যায়।
এ ঘটনার পর ভিকটিম মেয়ে বাদী হয়ে শনিবার রাতে তিন জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার পর রবিবার বিকালে চুনারুঘাট থানা অভিযান চালিয়ে দুই জনকে আটক করে। আটককৃতদের আদালতে নিয়ে আসা হয়েছে। এখন আসামিদের জবানবন্দি নেওয়া হচ্ছে।