নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কয়েকজনকে জরিমানা দুইজনকে সাজা দেয়া হয়েছে।
আজ সোমবার হবিগঞ্জ শহরের সদর থানার বিপরীতে হাসপাতালের সম্মুখে লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র ব্যতীত এবং স্বাস্থ্যবিধি না মেনে মোটরসাইকেল চালনার দায়ে চারটি মামলায় চারজন অভিযুক্তকে ৪,০০০ টাকা অর্থদন্ড এবং অপরিচ্ছন্ন পরিবেশ ও অস্বাস্থ্যকার উপায়ে খাবার প্রক্রিয়াকরণের দায়ে স্বাধীন বাংলা রেস্টুরেন্টের ব্যবস্থাপককে ০১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
হবিগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান এর উপস্থিতিতে বিশেষ অভিযান পরিচালিত হয়। এসময় ভ্রাম্যমাণ আদালত মোঃ কাইয়ুম নামের এক দালালকে ধরতে সক্ষম হন। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার শাহ জহুরুল হোসেন আসামীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। একইসময়ে হাসপাতালের সম্মুখে অবৈধভাবে ইট, বালু রেখে ব্যবসা পরিচালনা করায় মোঃ আব্দুর রাজ্জাককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
জনস্বার্থে এই অভিযান চলমান থাকবে।
মোবাইল কোর্টটি পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামসুদ্দিন মোঃ রেজা।