নিজস্ব প্রতিবেদক: জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের শিক্ষা কার্যক্রমের আওতায় বিজ্ঞান বিষয়ক অনলাইন কুইজ প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে আজ সোমবার সকালে উপজেলা পরিষদ কার্যালয়ে শায়েস্তাগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার মোঃ মিনহাজুল ইসলাম জায়েদ এর সভাপতিত্বে ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের শিক্ষা কার্যক্রমের আওতায় উপজেলা পর্যায়ে বিজ্ঞান বিষয়ক “অনলাইন এর কুইজ প্রতিযোগিতা-২০২০ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ এর চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান গাজিউর রহমান ইমরান, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মুক্তা আক্তার ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণসহ শিক্ষার্থীবৃন্দরা।