আলমগীর কবির, মাধবপুর প্রতিনিধি: আজ ৬ অক্টোবর দেশে পালিত হচ্ছে- ‘জাতীয় জন্মনিবন্ধন দিবস’। প্রতি বছরের মতো এবারো স্থানীয় সরকার বিভাগ এবং ইউনিসেফ বাংলাদেশ এর উদ্যোগে জন্ম নিবন্ধন ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়ে আসছে।
আজ ৬ অক্টোবর জন্ম নিবন্ধন দিবস উপলক্ষে মাধবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা সহকারী কমিশনার ভূমি আয়েশা আক্তার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে আরো উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা আবু আসাদ ফরিদুল হক, আইসিটি কর্মকর্তা রুহুল আমিন, প্রেসক্লাবে যুগ্ন সাধারণ সম্পাদক আলমগীর কবির, ইউনিসেফের কর্মকর্তা আব্দুর রশিদ, ইউপি সদস্য মিলন মিয়া, প্রমুখ।
আলোচনা সভায় বক্তাগণ জন্ম ও মৃত্যু নিবন্ধণের আবশ্যকতা ও প্রয়োজনীয়তা সহ বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।