নিজস্ব প্রতিবেদক: ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ থানার সামনে সিএনজি ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিন জন গুরুত্বর আহত হয়েছেন।
স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সিলেট প্রেরণ করেন। গতকাল সন্ধ্যায় এ ঘটনাটি ঘটে। আহতরা হলেন- মামুন মিয়া (৩২), শিপন মিয়া (২০) ও সরওয়ার হোসেন (৩০)।
স্থানীয় সূত্রে জানা যায়- সুতাং বাজার থেকে সিএনজি অটোরিকশাটি যাত্রী নিয়ে শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ আসছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনজন আহত হন।