ডেস্ক : নিজেদের ক্রিকেট ইতিহাসের সেরা সময়টাই পার করছে বাংলাদেশ দল। প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলা, তার পরই পরই পাকিস্তানকে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ। আর এমন দুর্দান্ত পারফরম্যান্সের জন্য টাইগারদের দুই কোটি টাকা, ফ্ল্যাট ও গাড়ি দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার দুপুরে গণভবনে ক্রিকেটারদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ঘোষণা দিয়েছেন।