শায়েস্তাগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে সম্মিলিত ছাত্র-জনতার উদ্যোগে সারাদেশে গন ধর্ষন ও নারী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) সকাল ১১ টায় শায়েস্তাগঞ্জ উপজেলার দাউদনগর বাজারে অনুষ্ঠিত মানববন্ধনে ছাত্রনেতা ইমদাদুল ইসলাম শীতলের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন,জসিম উদ্দিন তালুকদার, সাংবাদিক মাসুক রানা,তারেক আহমেদ নিরব, সাইফুল ইসলাম শামীম,রফিকুল ইসলাম,বাদশা মিজান, আবুল
কাসেম,রাহুল বনিক,রাজন,শাহীন, মামুনুর রহমান সোহাগ,বোরহান উদ্দিন রাকিব, সুজন,এস এন নূর,শুভ,একে প্রান্ত,জয়,তুষার,আল আমিন,বিউটি জাহান,
বোরহান,রায়হান,অন্তুু মল্লিক মুখলেছ,ওয়ালিদ প্রমুখ।