আলমগীর কবির,মাধবপুর( হবিগঞ্জ) প্রতিনিধি : মাধবপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে পাঠান মোহাম্মদ আফজাল বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছে।
শনিবার ( ১০ অক্টোবর) সকাল নয়টা থেকে বিকেল পাচটি পর্যন্ত শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। মোট ২হাজার ৫৮ জন ভোটারের মধ্যে ১৪শ৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
এরমধ্যে পাঠান মোহাম্মদ আফজাল ( পাঞ্জাবি) ৬৬২ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রার্থী আনর আলী (বোতল) ৩৮৫ ও গোলাপ খান (উটপাখি)৩৫৭ ভোট পেয়েছেন।
উল্লেখ্য যে, কাউন্সিলর মোহাম্মদ রফু মিয়া পাঠান এর মৃত্যুতে পৌরসভার এই ওয়ার্ডে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচিত পাঠান মোহাম্মদ আফজাল সদ্য প্রয়াত কাউন্সিলর রফু মিয়া পাঠানের পুত্র।