সৈয়দ আখলাক উদ্দিন মনসুর : হবিগঞ্জের ঐতিহ্যবাহী শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় ভবনের নব নির্মিত ২য় ও ৩য় তলা ছাদ ঢালাই উদ্ভোধন করেছেন প্রধান অতিথি শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা এডহক কমিটির সভাপতি আব্দুর রশিদ তালুকদার ইকবাল।
রবিবার (১১ ই অক্টোবর) বিদ্যালয় ভবনের উপরে ছাদ ঢালাই উদ্ভোধন করেন তিনি।
এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা এডহক কমিটির সাধারণ সম্পাদক মোঃ আবিদুুর রহমান, সহকারী প্রধান শিক্ষক মোঃ জালাল আহমেদ, বিদ্যালয় পরিচালনা এডহক কমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন, সাংবাদিক সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, শায়েস্তাগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন মিয়া, জেলা শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর ইঞ্জিনিয়ার সজল মুন্সী, মেসার্স খাজা ইঞ্জিনিয়ার ওয়ার্কস এর ঠিকাদার মোঃ ইকবাল হোসেন, এডভোকেট মোঃ এনামুল হক, শায়েস্তাগঞ্জ উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক হামিদুল হক বুলবুল, সাংবাদিক অপু দাশ, উপজেলা নির্মাণ শ্রমিক কল্যাণ সমিতির সভাপতি আব্দুল মতিন, বিদ্যালয় শিক্ষক মোঃ আলী হায়দার সেলিম, মীর ইখলাছুর রহমান, সাজ্জাদুর রহমান সাজু, মোঃ শাহরিয়ার চৌধুরী ডালিম, ফয়সল আহমেদ, লিটন পাল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
হবিগঞ্জ ৩ আসনের এমপি ও জেলা আওয়ামীলী এর সভাপতি মোঃ আবু জাহির এর বরাদ্দে প্রায় ৯৭ লক্ষ টাকা ব্যয়ে শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর এই বিদ্যালয়ে ২য় ও ৩য় তলা ভবনের কাজ চলছে।