আলমগীর কবির,মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :হবিগঞ্জের মাধবপুর উপজেলা জাতীয় ছাত্র সমাজের উদ্যোগে দেশ ব্যাপী অব্যাহত খুন, নারীর প্রতি সহিংসতা বন্ধ ও জড়িতদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের বিধান রেখে বিদ্যমান আইন সংশোধনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। সোমবার সকালে মাধবপুর উপজেলা পরিষদের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জাতীয় পার্টির কার্যালয়ের সামনে থেকে সকাল ১১ টার দিকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করে। মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি আক্তার হোসেন মনির, সাধারণ সম্পাদক ফকির কাওছার আহম্মেদ, যুব সংহতির সাধারণ সম্পাদক ফিরোজ মিয়া, উপজেলা ছাত্র সমাজের আহব্বায়ক শফিক পাঠান, ছাত্র সমাজের সাবেক সভাপতি কাজল আহম্মেদ ও সজল দেবনাথ প্রমুখ।