আব্দুর রাজ্জাক রাজুঃ চুনারুঘাটে র্যাপিড একশন ব্যাটালিয়ন (র্যাব) ১৪ হাজার পিচ ভারতীয় আতসবাজিসহ আঃ ওয়াহাব (৬৫) নামে একজন কে আটক করেছে। আটক ব্যাক্তি উপজেলার মধ্য দেওরগাছ গ্রামের মৃত আঃ হক এর পুত্র।
(২১ অক্টোম্বর)গভীর রাতে অভিযান চালিয়ে চুনারুঘাট উপজেলার দেওরগাছ গ্রামের পল্লী বিদ্যুতের সাবস্টেশন এলাকায় এ অভিযান করে র্যাব।
আটক আতসবাজির মালিক একই এলাকার মর্তুজ আলী তালুকদারের পুত্র শাহপরাণ অলি (৩৬) বলে জানায় র্যাব।
বুধবার দুপুরে আটক আঃ ওয়াহাব কে আতসবাজি সহ চুনারুঘাট থানায় হস্তান্তর করে মামলা দিয়েছেন র্যাবের এসআই ইয়াকুব আলী।
জব্ধকৃত আতসবাজির মুল্য ২ লক্ষ ৮৮ হাজার ৪ শত টাকা।