স্টাফ রিপোটার ॥ হবিগঞ্জে নতুন আরও ৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাড়িয়েছে ১ হাজার ৮০৫ জন।
সোমবার রাতে সিলেট থেকে আসা রিপোর্টে তাদের করোনা শনাক্ত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল।
তিনি জানান- নতুন শনাক্তদের মধ্যে সদর উপজেলার ২ জন এবং চুনারুঘাটে ১ জন। এ নিয়ে জেলায় করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাড়িয়েছে ১ হাজার ৮০৫ জনে। এছাড়া জেলায় এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ হাজার ৬১৬ রোগী এবং মৃত্যুবরণ করেছেন ১৬ জন।