চুনারুঘাট প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামীলীগ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি ও হবিগঞ্জ-লাখাই আসনের সংসদ সদস্য এড. মো: আবু জাহির এমপি করোনায় আক্রান্ত।
তাঁর রোগমুক্তি কামনা করে চুনারুঘাট উপজেলার ১০নং মিরাশী ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যেগে শুক্রবার বাদ জুমা নালমুখ বাজার জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- মিরাশী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইদ্রিছ আলী, সাধারণ সম্পাদক আব্দুল সামাদ আজাদ মাস্টার, উপজেলা আওয়ামীলীগের কৃষি ও সমবায় সম্পাদক শফিউল আলম তালুকদার (ভিপি মানিক), সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জসিম উদ্দিন, প্রচার সম্পাদক আক্কাস আলী মাস্টার, মিরাশী ইউনিয়ন কৃষকলীগের সভাপতি ডা: সিরাজুল ইসলাম, মিরাশী ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি শামসুল আলম, ৫নং ওয়ার্ড আওমামীলীগের সভাপতি সার্জেন্ট আ: ছালাম, সাধারণ সম্পাদক ডা: আইয়ুব আলী, ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আকতার হোসেন, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আহম্মদ চৌধুরী, সহ-সভাপতি আ: শুকুর, চুনারুঘাট অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ফার“ক মিয়া, নালমুখ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব সিরাজুল ইসলাম, বিশিষ্ট ফার্নিচার ব্যবসায়ী হাজী ওমর ফারুক, বিশিষ্ট ব্যবসায়ী মনির মহালদার, কবির মিয়া প্রমুখ।
এসময় এমপি আবু জাহিরের রোগমুক্তি কামনা ও দেশবাসীর জন্য দোয়া করা হয়। মিলাদ মাহফিল পরিচালনা করেন- মাও: জালাল উদ্দিন। মিলাদ ও দোয়া শেষে সকলের মাঝে তাবার“ক বিতরণ করা হয়।
উলেখ্য যে, গত ২৫ অক্টোবর এমপি আবু জাহির নমুনা পরীক্ষার জন্য দিলে পরদিন রিপোর্ট পজেটিভ আসে। এরপর এক রাত তিনি নিজ বাসভবনেই ছিলেন। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে গত ২৮ অক্টোবর বুধবার সকাল সোয়া ১০টায় হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে হেলিকপ্টারযোগে এমপি আবু জাহিরকে ঢাকার সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি উক্ত হাসপাতালে চিকিৎসাধীন আছেন।