চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার লস্কপুর চা বাগান খেলার মাঠে গতকাল মঙ্গলবার সনাতন ধর্মাবলম্বীদের চড়ক পূজা অনুষ্ঠিত হয়েছে। এ পূজাকে কেন্দ্র করে চা শ্রমিকসহ হাজার হাজার দর্শক খেলার মাঠে সমবেত হয়। আয়োজকরা জানান এবারই প্রথমবারের মত লস্কপুর চা বাগানে চড়ক পূজা অনুষ্ঠিত হচ্ছে। চড়ক পূজায় চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আবু তাহের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন পাইকপাড়া ইউপি চেয়ারম্যান ওয়াহেদ আলী মাস্টার, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, বাগান ব্যবস্থাপকগণ, রইছ উল্লা মেম্বারসহ পঞ্চায়েত নেতৃবৃন্দ।