সৈয়দ সালিক আহমেদ : হবিগঞ্জে বৈধ কাগজপত্র না থাকা এবং অসাস্থ্যকর পরিবেশে সেবা প্রদানের দায়ে ২টি প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানাসহ সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৮ নভেম্বর) বিকালে জেলা প্রসাশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুদ্দিন মোঃ রেজা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, শহরের পুরাতন হাসপাতাল রোডের প্রাইম কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স না থাকায় ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং নতুন বাস স্ট্যান্ড এলাকায় নিউ লাইফ কেয়ার হাসপাতালের লাইসেন্স না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশে সেবা প্রদান এবং কর্তব্যরত ডাক্তার অনুপস্থিতিসহ বিভিন্ন অভিযোগে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় লাইসেন্সবিহীন এসব বেসরকারী স্বাস্থ্যসেবা প্রদানকারী ২টি প্রতিষ্ঠানকে সিলগালা করে বন্ধ করে দেয়া হয় ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে কঠোর নির্দেশনা প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক সহায়তা করেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ ওমর ফারুক এবং সদর থানার একদল পুলিশ।