নিজস্ব প্রতিবেদক : শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ইউনিয়নের পুরাসুন্দা গ্রামের মৃত দরাসত উল্লাহর ছেলে পত্রিকা বিক্রেতা উমর আলী। দীর্ঘ ১৫ বছর স্থানীয় সুতাং শাহজীবাজারে বাজারে লোকাল পত্রিকা বিক্রি করে আসছিলেন। বয়সের ভারে নুয়ে পড়া দেহে গত ৪ মাস যাবত আর পত্রিকা বিক্রি করতে পারতেছেন না।
সময়ের স্রোতে উমর আলীর বয়স চলে প্রায় ৮৮ বছর, শরীরে বেধেছে নানারকম উপসর্গ। এখন লাঠি ভর করে হাটতে হয়, তাই আর খবর পৌঁছে দিতে পারেন না মানুষের দুয়ারে দুয়ারে। উমর আলীর ২ মেয়ে ও তিন ছেলে। কোনরকমভাবে দুই মেয়ে বিয়ে দিয়েছেন। এক ছেলে পেশায় বাবুর্চি, অন্যজন রাজমিস্ত্রী।
আবার উমর আলীর বড় ছেলে টাইফয়েড রোগে আক্রান্ত হয়ে পংগু অবস্থায় রয়েছে। টানাপোড়েনের সংসারে ছেলেরা কিছু টাকা পয়সা দিলে ও টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না। উমর আলীর বাড়ির জায়গা ছাড়া ফসলের কোন জমি নেই। সরজমিনে গিয়ে কথা বলেছিলাম উমর আলীর সাথে, তিনি জানান, একটানা ১৫ বছর সাজসকালে সড়কে গিয়ে দাড়িয়ে গাড়ি থেকে পত্রিকা সংগ্রহ করে বাজারের অলিগলিতে দোকানে দোকানে গিয়ে বিক্রি করতেন পত্রিকা।
পত্রিকা বিক্রি করে দিন ২৫০- ৩০০ টাকা পেতেন এতে করে কারোর আশায় বসে থাকতে হত না, এই টাকায়ই তার সংসারের খরচ হয়ে যেত। গত মার্চ মাস থেকে করোনার জন্য হবিগঞ্জের লোকাল দৈনিক পত্রিকা বন্ধ থাকায় তখন থেকে কয়েক মাস বেকার অবস্থায় ছিলেন, এবার শরীরের অসুস্থতার কারণে পত্রিকা চালু হলে ও আর বেচতে পারছেন না। উমর আলী জানান, তার বয়স্ক ভাতার কার্ড রয়েছে, ১০ টাকা কেজির দরের চালের কার্ড থাকলে ও দীর্ঘদিন যাবত কোন চাল পাননি। এখন কর্জাপাতি করে ওষুধের টাকা জোগাড় করতে হয়। পত্রিকা বিক্রি করলেই মিলত টাকা, বিক্রি ও নাই টাকা ও নাই, কেউ এখন উমর আলীর আর খোজ ও নেয়না।
পত্রিকা বিক্রেতা হিসেবে একজন সাদাসিদে মানুষ হিসেবে এলাকায় আগে অনেকেই কদর করত তাকে। বয়সের সাথে লড়ে গিয়ে জীবন সংগ্রামে টিকে থাকার জন্য আবারও এলাকার জনপ্রতিনিধি ও সচ্চল মানুষের একটু সহানুভূতি পেলে বাকি জীবনটা ও একটু ভাল করে কাটিয়ে দিতে পারতেন উমর আলী।
এ ব্যাপারে নুরপুর ইউনিয়নের চেয়ারম্যান মুখলিছ মিয়া বলেন, উমর আলী একজন ভাল মানুষ। সে দীর্ঘদিন আমাদের হাতে খবরের কাগজ তুলে দিয়েছে। তার প্রতিবন্দি ছেলেকে প্রতিবন্দী ভাতা দেয়ার ব্যবস্থা করে দিব। এবং উমর আলী ১০ টাকা কেজির চাল না পেলে সে বিষয়ে ও সহযোগিতা করা হবে।