রবিবার, ১৮ মে ২০২৫, ১০:৫৯ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
হবিগঞ্জ জেলার অনলাইন নিউজ পোর্টালের মধ্যে অন্যতম ও সংবাদ মাধ্যমে আলোড়ন সৃষ্টিকারী গণমাধ্যম দৈনিক শায়েস্তাগঞ্জ ডট কম-এ জরুরী ভিত্তিতে হবিগঞ্জ,নবীগঞ্জ,শায়েস্তাগঞ্জ,চুনারুঘাট,মাধবপুর,বাহুবল,বানিয়াচং,আজমিরিগঞ্জ,থানার সকল ইউনিয়ন,কলেজ, স্কুল থেকে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী প্রার্থীগণ যোগাযোগ করুন নিম্ন ঠিকানায় ইমেইল করার জন্য বলা হলো। Email : shaistaganjnews@gmail.com Phone: 01716439625 & 01740943082 ধন্যবাদ, সম্পাদক দৈনিক শায়েস্তাগঞ্জ

ট্রেন দূর্ঘটনার ১ বছর:বানিয়াচংয়ের আহত ৪জনের টাকার অভাবে হচ্ছেনা অপারেশন

দৈনিক শায়েস্তাগঞ্জ ডেস্ক ::
  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০

আকিকুর রহমান রুমনঃ- আজ ১২ই নভেম্বর ২০২০ইং গত বছরের ১২ই নভেম্বর ২০১৯ইং গভীর রাত ২টা ৪৮মিনিটে
ব্রাহ্মণবাড়িয়ায় দুটি ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছিলো।
দূর্ঘটনায় ১৬ জন নিহত ও অর্ধশতাধিক আহত হওয়ার খবর পাওয়া গিয়াছিলো।

এই নিস্তব্ধ রাতে উভয় ট্রেনের যাত্রী সবাই যার যার মতো করে ঘুমের ঘুরে বিভোর এমনকি আশপাশের মানুষজনও ঘুমের ঘুরে বসবাস করছেন।এই সময়ের মধ্যে এই দূর্ঘটনাটি ঘটে।

এই সংবাদটি তাৎক্ষণিক জানাজানি হয়ে পড়লে বি-বাড়িয়া জেলা প্রশাসনসহ অন্যান্য সহযোগী সংগঠনের লুকজন শুরু করেন উদ্ধার কাজ।নিহত ও আহত সবাইকে জেলা,উপজেলার বিভিন্ন হাসপাতালে নেওয়া হচ্ছে চিকিৎসার জন্য।

অন্যদিকে ট্রেনের যাত্রীরা আহত অবস্থায় শুয়ে থেকে খুঁজে বেড়াচ্ছেন নিজের আপনজন’কে ও কলিজার টুকরো মানিক জোড়াকে।

কিন্তু তিনি নিজেও উঠতে পারছেন’না মাঠি থেকে।
তারও দুটি পা ভেঙ্গে শরীরের বিভিন্ন স্হানে আঘাত পেয়ে মৃত্যু যত্রনায় কাতরাচ্ছেন তারপরও থেমে থাকেনি তার আপনজনসহ ফুলের মতো সাজানো একটি পরিবারের সকল সদস্যদের খুঁজে ফিরা।

আজ এই ট্রেন দূর্ঘটনায়”২বছরের একটি শিশু কন্যার নিথর দেহ পরে আছে পরিচয়হীন ভাবে।এমন একটি লিখা দিয়ে কে বা কাহারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটি পোস্ট করেন।

তাৎক্ষণিক এই শিশুর পোস্টটি সারা পৃথিবীতে ভাইরাল হয়ে পড়েছিলো।এই পরিচয় বিহীন শিশু বাচ্ছা ও পরিবারের সকলের পরিচয় এবং তাদের বর্তমান অবস্থাটাও জাতির সামনে তুলে ধরার চেষ্টা করছি।

এই নিহত আবিদা আক্তার সোহা’র পরিচয়টি হলো,
হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার ১নং উত্তর পূর্ব ইউনিয়নের তাম্বুলিটুলা গ্রামের এই ট্রেন দূর্ঘটনায় আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন সুহেল মিয়ার কন্যা।

ফাইল ছবি – সোহা’র নিথর দেহটি পরিচয়হীন ভাবে পরে ছিল বি-বাড়িয়া সদর হাসাপাতালে।
এই ছবিটি তখন সরা পৃথিবীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল।

সূত্রে জানাযায়,সুহেল মিয়া তার স্রী এক পুত্র সন্তান,এক কন্যা সন্তান ও তার শাশুড়ীসহ পুরো পরিবারকে নিয়ে চট্টগ্রাম গারমেন্টসে চাকরি করতেন।
চাকরি করার সুবাদে ছুটি পেয়ে সবাইকে নিয়ে গ্রামের বাড়িতে আসেন ছুটি কাটাতে।

ছুটি কাটিয়ে পুনঃরায় চট্রগ্রামের কর্মস্হলে যোগদিতে পরিবারের ৫সদস্যকে নিয়ে বানিয়াচং থেকে বিদায় নিয়ে হবিগঞ্জের সায়েস্তাগন্জ রেলস্টেশনে পৌছায় তারা।

শায়েস্তাগন্জ রেলস্টেশন কাউন্টার থেকে সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রাম গামী উদয়নের ৩টি টিকেট কাটে সুহেল।এখন শুধু ট্রেন আসার অপেক্ষা স্টেশনে।

শায়েস্তাগন্জে উদয়ন ট্রেনটি আসলে সুহেল তার পরিবারের সবাইকে নিয়ে টিকেটের জায়গা মতো বসেন।সময় মতো ট্রনটি ছেড়ে চট্টগ্রামের উদ্যেশে রওয়ানা দেয়।

নিস্তব্ধ রাত ঘড়ির কাটা প্রায় পৌনে তিনটা ট্রেনটি বি-বাড়িযার জেলার উপজেলার মন্দবাগ এলাকায় সিগন্যাল অম্যান্য করে উভয় দুটি ট্রেনের সংঘর্ষ হয়।

এতে নিহত হয় শিশু”সোহা-২”আহত হন সোহা’র পিতা সুহেল মিয়া(৩২)মাতা নাজমা বেগম(২৯)একটি মাত্র ভাই নাফিসুল হক(৫)ও সোহা’র নানু রেনু বিবি(৫২)
আহত সবাইকে সেন্সহারা অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন করা হয়।খুঁজ নেই শুধু তাদের আদরের নয়ন মনি”সোহা’র”পরে এই ছোট্ট শিশু সোহা মনির নিথর দেহ পরিচয়হীন ভাবে বি-বাড়িয়ার সদর হাসপাতালে পরে থাকার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হলে সুহেলের আত্বীয় স্বজনরা নিশ্চিত হন এবং আহত হওয়া পরিবারের সবাই জানতে পারেন।

এদিকে এই ঘটনায় সারা বিশ্বে তোলপাড় শুরু দেশ-বিদেশ থেকে এই পরিবারের লুকজনকে বিভিন্ন ভাবে সাহায্যে সহযোগীতা করেন টাকা পয়সা দিয়ে।

বর্তমান ছবি-মেয়েকে হারিয়ে পাগল প্রায় সুহেল-নাজমা ও তার একমাত্র পুত্র সন্তান নাফিসুল।

এই টাকা দিয়ে চিকিৎসা হয় আহত সবার
ঢাকার পঙ্গু হাসপাতাল ও প্রাইভেট হাসপাতালে।দীর্ঘ ২মাসের মতো করে চিকিৎসা করে নাজমা আক্তার,সুহেল,ছেলে নাফিসুল ও রেনু বিবির তারা হবিগঞ্জে প্রাইভেট হাসপাতালে চিকিৎসা করেন।

এমতাবস্থায় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী নিহত”সোহ’র”পরিবারকে এক লক্ষ(১লাখ)টাকা প্রদান করা হয়।

এছাড়াও বানিয়াচং-আজমিরীগন্জ(২-আসনের)সংসদ সদস্য এডভোকেট আলহাজ্ব আব্দুল মজিদ খান সুহেলের পরিবারকে নগদ তিন লক্ষ(৩লাখ)টাকা প্রদান করেন।

বর্তমান অবস্হার খবরা খবর জানতে আহত সুহেল ও তার পরিবারের লুকজনের সাথে যোগাযোগ করা হলে তারা উপরে উল্লেখিত বিষয়ের সত্যতা স্বিকার করে জানান,
এমপি সাহেবের টাকায় সুহেলের বন্ধক রাখা বাড়িটি ছাড়িয়ে আনেন এবং বর্তমানে তাদের সংসার খরচ এই টাকা দিয়ে চালাচ্ছেন।

চিকিৎসার ব্যাপারে আরও বলেন,ডাক্তার জানিয়েছেন বর্তমানে পুরোপুরি সুস্থ হতে তাদের আরও ১বছর লাগতে পারেন।এছাড়া সুহেলের বাম পায়ে একটি অপারেশন,স্রী নাজমা আক্তারের বাম পায়ে দুটি ও রেনু বিবি’র একটি অপারেশন সহ মোট তাদেরকে আরও ৪টি অপারেশন করতে হবে।এতে প্রায় ৩/৪টাকার প্রয়োজন।টাকার অভাবে অপারেশন করাতে পারছেনা সুহেল ও তার পরিবার।তাই বিত্তবানদের সহযোগী চান তিনি।
উল্লেখ্য,চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখী‘তুর্ণা নিশীথা’র সঙ্গে সিলেট থেকে চট্টগ্রাম অভিমুখে যাত্রা করা ‘উদয়ন এক্সপ্রেস’ ট্রেনের সংঘর্ষ হয়।এ সময় একটি ট্রেনের একাধিক বগি আরেকটি ট্রেনের কয়েকটি বগির ওপর উঠে যায়।

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত উদ দৌলা দুর্ঘটনার এ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান,ঘটনাস্থলের কাছে একটি অস্থায়ী ক্যাম্প খোলা হয়েছে।এদিকে কুমিল্লার বিভিন্ন স্টেশন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, তূর্ণা নিশীথা ট্রেনের চালক সিগন্যাল (সংকেত)অমান্য করায় এই দুর্ঘটনা ঘটে।মন্দবাগ রেল স্টেশনে দাঁড়ানোর জন্য এই সিগন্যাল দেয়া হয়।ওই সিগন্যালে সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস প্রধান লেন থেকে ১ নম্বর লাইনে যেতে শুরু করে। ট্রেনটির ছয়টি বগি ১ নম্বর লাইনে উঠতে পেরেছিল।অন্য বগিগুলো প্রধান লেনে থাকা অবস্থায় তূর্ণা নিশীথা সিগন্যাল অমান্য করে।এতে তূর্ণা নিশীথার একাধিক বগি ওই ট্রেনের কয়েকটি বগির ওপর উঠে যায়।এতে উদয়নের তিনটি বগি দুমড়ে মুচড়ে যায়।

জেলা প্রশাসন সূত্র জানান,ঘটনাস্থলের কাছে বায়েক শিক্ষা সদন উচ্চ বিদ্যালয়ে একটি অস্থায়ী ক্যাম্প খোলা হয়েছে।
এছাড়া ফায়ার সার্ভিস,পুলিশ,
রেলওয়ে কর্তৃপক্ষ ও স্থানীয় অধিবাসীরা উদ্ধার কাজ করে যাচ্ছেন।দুর্ঘটনার পর ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেট রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2020 shaistaganj.com
Theme Dwonload From ThemesBazar.Com
themesbazarshaista41
error: Content is protected !!