সৈয়দ সালিক আহমেদ: হবিগঞ্জে বিভিন্ন কোচিং সেন্টারে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়। এসময় স্বাস্থ্যঝুকি উপেক্ষা করে অবৈধভাবে কোচিং পরিচালিনা করার দায়ে জরিমানা ও সর্তক করা হয়।
রবিবার (১৫ নভেম্বর) বিকালে হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, করোনাকালীন সময়ে সরকারি নির্দেশনা অমান্য করে ভর্তি কোচিং চালু রাখায় সূর্যমুখী একাডেমিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
স্বাস্থ্যঝুকি উপেক্ষা করে অবৈধভাবে কোচিং সেন্টার পরিচালিত হচ্ছে এমন সংবাদ পেয়ে রবিবার বিকাল ৪টায় শহরের শায়েস্তানগর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা বেগম সাথী।
এসময় ঘটনাস্থলে উপস্থিত ৪ জন শিক্ষককে মৌখিকভাবে সতর্ক করা হয় এবং মোট ২০ হাজার টাকা অর্থদন্ড আদায় করা হয়।