


বিশ্বনাথ প্রতিনিধি : বিশ্বনাথ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ আলোচনা সভা একাভিম গহরপুর-ইকবালপুর গ্রামের মধ্য মাঠে সম্পন্ন হয়েছে। ফাইনাল খেলায় আবুল কালাম ফুটবল একাদশ ওসমানীনগর একই উপজেলার খাইয়া-কাইড় যুব ফুটবল একাদশকে ২-০ গোলে হারিয়ে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে জিতে নেয় একটি নতুন মটরসাইকেল। খেলা শেষে স্থানীয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। টুর্নামেন্ট কমিটির সভাপতি, সাবেক বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছয়ফুল হকের সভাপতিত্বে ও ধারাভাষ্যকার মোতাফফর হোসেন জামালের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দয়ামির ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই মসাঈদ, ক্রীড়ানুরাগী আব্দুল কাইয়ুম, চন্দন মিয়া, আফরোজ আলী, বিশ্বনাথ পুরানবাজার বণিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আল-জয়নাল, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, যুক্তরাজ্য প্রবাসী, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মুহিউদ্দিন পলাশ, বিশ্বনাথ প্রেস ক্লাবের সহ-সভাপতি তজম্মুল আলী রাজু, আরব আমিরাত প্রবাসী আনহার আলী, ক্রীড়ানুরাগী তফজ্জুল আলী, আছাদ খান, নজির মিয়া, মিজানুর রহমান লিলু।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল জলিল, মলিক মেম্বার, মখছির আলী মাষ্ঠার, ওয়াজিদ আলী, মতছির খান, আবুল কালাম আঙ্গুর, বাহাউদ্দিন মারুফ, সুহেল মিয়া, তৈমুছ আলী, আব্দুল মক্তার, তফজ্জুল আলী, আছমত আলী, ইছমাইল আলী, বিজয় পুরকায়েস্থ, আইয়ুব আলী, শাহিন, আব্দুল হান্নান. সিতাব আলী, নূর মিয়া, মফিক মিয়া, ফারুক মিয়া, মানিক মিয়া, জিলু মিয়া, আব্দুল তাহিদ, জনি মিয়া, খালিক মিয়া, মজম্মিল আলী, আরন আলী, জহির আলী, মকবুল আলী, হিরা মিয়া প্রমুখ।