চুনারুঘাট প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নস্থ আমুরোড বাজারে রিয়াদ নামে এক যুবকে ২ কেজি গাজা সহ হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করেছে জনতা।
জানাযায়,গতকাল রাত সাড়ে ৯ টায় ইকরতলি গ্রামের ভারতে গরু চুরি করতে গিয়ে নিহত হওয়া মৃত সিদ্দিক আলীর পুত্র রিয়াদ উপজেলার আমু চা বাগানস্থ চিমটিবিল খাসের বাচ্চু মিয়ার নিকট হতে ২ কেজি গাজা নিয়ে শায়েস্তাগঞ্জের উদ্দেশ্যে রও্য়ানা হলে আমুরোড বাজারে আহম্মদাবাদ মানব কল্যাণ সংঘের সদস্যরা ও বাজার বাসী ২ কেজি গাজা সহ হাতেনাতে ধরে ফেলে রিয়াদ কে ।
তার পর উক্ত ইউনিয়নের চেয়ারম্যান আবেদ হাসানাত চৌঃ সঞ্জু ও উক্ত বাজার কমিটির সভাপতি মুক্তিযুদ্ধা আব্দুর রহমান আজাদ কে খবর দিলে দ্রুত ঘটনা স্থলে এসে থানায় ফোন করেন এবং রিয়াদ কে এস আই জাহেদে ও এস আই কবির হাতে সোপর্দ করেন ।এস আই জাহেদে ও এস আই কবির রিয়াদ কে গ্রেফতার করে থানায় নিয়ে যান । ওসি ইকবাল হোসেন এস আই জাহেদে ও এস আই কবির কে মামলার এফায়ার তৈরি করে জরিত সকল কে গ্রেফতার করার নির্দেশ দেন।