নিজস্ব প্রতিবেদকঃ ৪২ তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে হবিগঞ্জ জেলায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ও উপজেলা পর্যায়ে বিজ্ঞান অলিম্পিয়াড হয়।
বিজ্ঞান ও প্রযুক্তি মেলার এবারের প্রতিপাদ্য বিষয় ছিল, “পরিবেশ সুরক্ষায় বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার”।
বুধবার (২৫ নভেম্বর) হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ পাঙ্গনে দিনব্যাপী প্রকল্প উপস্থাপন হয়।
হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার শাকাওয়াত হোসেন রুবেলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আই সি টি) উম্মে ইসরাত। বিশেষ আতিথি হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোঃ মোতাছিরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসি আরা বেগম,উপজেলা মাধ্যমিক শিক্ষা আফিসার জিয়া উদ্দীন।অতিথি বৃন্ধ বিজ্ঞান মেলার প্রকল্পসমূহ সরেজমিনে পরিদর্শন করেন।
এছাড়াও বিজ্ঞান মেলার স্টল পরিদর্শন ও অন্যান্য ইভেন্ট দর্শনে আসেন সম্মানিত জেলা ও উপজেলা প্রশাসনের সকল নির্বাহী ম্যাজিস্ট্রেটবৃন্দ, জেলা শিক্ষা অফিসের,ও বিভিন্ন প্রতিষ্ঠান এবং সাংবাদিক প্রতিনিধি, বিভিন্ন কলেজ ও স্কুলের অধ্যক্ষ/প্রধান শিক্ষকসহ বিভিন্ন অনুষদের শিক্ষকবৃন্দ।
সারা উপজেলা থেকে জুনিয়র ও সিনিয়র এবং বিশেষ গ্রুপে ১৬ টি দলে অংশগ্রহণ করে মোট ৬৩ জন শিক্ষার্থী।
এতে হবিগঞ্জ উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব সবার চেয়ে সেরা প্রজেক্ট আবিষ্কার করে আলোরন সৃষ্টি করে।
তারা ১ম স্থান অর্জন করে মেলায়। বিজ্ঞান ক্লাবের প্রতিষ্ঠাতা মোঃ মোশাহিদ আহমেদ বলেন হবিগঞ্জ জেলাকে বিজ্ঞানের শহর ও ভিশন ২০২১ ও ২০৪১ বাস্তবায়নের এবং তাদের লক্ষ্য শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক ও উদ্ভাবক হিসেবে গড়ে তোলা।
করোনা ভাইরাস মোকাবেলার লক্ষ্যে তারা আবিষ্কার করে স্মার্ট হ্যান্ড সেনিটাইজার স্প্রে ও স্মার্ট ড্রাইক্যাশন।
শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ, বিজ্ঞান অনুরাগী দর্শনার্থী দিয়ে মুখরিত ছিল মেলা প্রাঙ্গণ। বর্ণিল আয়োজন এবং ক্ষুদে বিজ্ঞানীদের বুদ্ধিদীপ্ত প্রকল্প ও উপস্থাপনায় বিজ্ঞান মেলা পরিণত হয়েছিল এক আনন্দ উৎসবে।
আজই উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বিজ্ঞান বিষয়ক সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয় মেলার কার্যক্রম।
বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোতাছিরুল ইসলাম।
পুরষ্কার গ্রহণ করেন ক্লাবের সভাপতি মতিয়র রহমান, সহ-সভাপতি জে.এম শামিম, প্রতিষ্ঠাতা-পরিচালক ও সাধারণ সম্পাদক মোঃ মোশাহিদ আহমেদ, দপ্তর পরিচালক আদনান আর রহমান, অর্থ সম্পাদক মোশারফ আলম চৌধুরী, শিক্ষা সম্পাদক মাহদি হাসান, গবেষণা বিষয়ক সম্পাদক কিবরিয়া আহমেদ প্রতিক, সদস্য সচিব নাহিদ হাসান।