নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জে নির্মাণাধীন ভবনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে মজনু মিয়া (২৫) নামে এক রাজমিস্ত্রি নিহত হয়েছেন।
রোববার বেলা ২টার দিকে হবিগঞ্জ সদর পইল ইউনিয়নের চাঁনপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মজনু সদর উপজেলার হাতিরথান গ্রামের সত্তার মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বেলা ২টার দিকে চাঁনপুর গ্রামে একটি নির্মাণাধীন ভবনের কাজ করছিল মজনু। এ সময় অসাবধানতাবশত সে বিদ্যুতের তারের সাথে জড়িয়ে পরে। সহকর্মীরা তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দেবাশীষ দাস তাকে মৃত ঘোষণা করেন।