চুনারুঘাট প্রতিনিধিঃ হবিগঞ্জ জেলার চুনারুঘাট পৌরশহরের হাতুন্ডা এলাকায় গলায় ফাঁস দিয়ে এক ব্যক্তি আত্মহত্যা করেছে। তার নাম অমুল্য দেব নাথ (৫৭) । ময়নাতদন্তের জন্য মৃতদেহ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
অমুল্য দেবনাথ উপজেলার রানিকোর্ট গ্রামের মৃত অশ্বীনি দেব নাথের পুত্র। তিনি বর্তমানে পৌরসভার হাতুন্ডা এলাকার শচিন্দ্র দেব নাথের বাসায় ভাড়ায়ঠিয়া হিসাবে ২য় স্ত্রীকে নিয়ে থাকতেন। খবর পেয়ে চুনারুঘাট থানার এসআই সামিউল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে মর্গে প্রেরণ করেন।
এদিকে তার আত্মহত্যার ঘটনায় নানা গুণজন সৃষ্টি হয়েছে। কেউ বলছেন আত্মহত্যা আর কেউ বলছেন হত্যা। এসআই সামিউল ইসলাম অমুল্য দেব নাথের পরিবারের বরাত দিয়ে জানান,(২৯ নভেম্বর) দুপুরে শচিন্দ্র দেব নাথের ভাড়া বাসায় সবার অগোচরে ভীমের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্নহত্যা করেন। পরে আশপাশের লোকজন এসে থানায় খবর দিলে লাশটি উদ্ধার করা হয়।এসময় তার স্বশুরবাড়ির কয়েকজন উপস্থিত ছিলেন।
খোঁজনিয়ে জানাগেছে অমুল্য দেব নাথ এরআগেও একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেন। স্থানীয়রা জানান, তার প্রথম স্ত্রী মারা যাওয়ার পর তিনি যুবতী এক নারীকে বিয়ে করেন। বিয়ের পর ওই সুন্দরি নারীর দিকে স্থানীয় কয়েক যুবকের কু- দৃষ্টি পড়ে। তাই তিনি এলাকা থেকে তার স্ত্রীকে নিয়ে চুনারুঘাট পৌরশহরে ভাড়া বাসায় থাকতেন।
এছাড়াও তার সুন্দরি স্ত্রীর চলাফেরা নিয়ে মাঝেমধ্যে মনোমালিন্য দেখা দেয়। তবে ঘটনার দিন তিনি কি কারণে (অমুল্য দেবনাথ) আত্মহত্যা করেছেন এবিষয়টি খোলাসা হয়নি।
এবিষয়ে চুনারুঘাট থানার ইন্সপেক্টর (তদন্ত)চম্পক দাম বলেন, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। পিএম রিপোর্ট পেলে মৃতুর প্রকৃত কারণ জানা যাবে। এ রিপোর্ট লেখাকালে থানায় কোন মামলা দায়ের হয়নি।